৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম
দ্বিতীয় অধ্যায়: অনুপাত ও শতকরা
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠনম্বর ও বিষয়বস্তু
- ২.১ অনুপাত
- ২.২ বিভিন্ন অনুপাত
- *২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক
- ২.৪ ঐকিক নিয়ম
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
আবু হানিফ সাহেব তাঁর ইটের ভাটায় কিছুসংখ্যক ইট তৈরির জন্য ২৫০জন শ্রমিককে ৩০ দিনের জন্য নিয়ােজিত করলেন। জরুরী প্রয়ােজনে কাজটি ১২ দিনে শেষ করার তাগিদ দিলেন। তাঁর ইট তেরিতে ৭০ কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত ৫৪২।
(ক) মাটি ও বালির পরিমাণ নির্ণয় কর ।
(খ) কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি ২৪৫ হবে।
(গ) অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় কর।
নির্দেশনা
ঐকিক নিয়ম ও অনুপাতের সাহায্যে সমস্যাটি সমাধান করবে।
মূল্যায়ন রুব্রিক্স
ক. অনুপাতের ব্যবহার
খ. মিশ্রনের আনুপাতিক তুলনাকরণ
গ. ঐকিক নিয়মের প্রয়ােগ





